স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিল বেনফিকা। রিভার প্লেটের হয়ে ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন পর্তুগিজ ক্লাবটির সাথে। ফার্নান্দেজ আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা ফুটবলার।
আর্জেন্টিনার সান মার্টিনে জন্ম নেওয়া ফার্নান্দেজ রিভার প্লেটের মূল দলে যোগ দেওয়ার আগে খেলেছেন ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়ায়। এবার ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে ১০ মিলিয়ন ইউরোর বদলে দলে ভিড়িয়েছে বেনফিকা।
যদিও ট্রান্সফার ফি এর পরিমাণ পরবর্তীতে আরও ৮ মিলিয়ন ইউরো বেড়ে মোট ১৮ মিলিয়ন ইউরোতে দাঁড়াতে পারে। রিভার প্লেটের জার্সিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলেছেন ফার্নান্দেজ। ৫২ ম্যাচের ক্যারিয়ারে ১২ গোল করেছেন তিনি।
এদিকে বেনফিকা থেকে চার বছরের চুক্তিতে সেল্টিকে পাড়ি জমালেন পতুগিজ উইংগার জোটা। লোনে এক মৌসুম কাটানোর পর এই খেলোয়াড়কে পাকাপাকিভাবে কিনে নিতে সেল্টিক খরচ করেছে ৬.৩ মিলিয়ন ইউরো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০