স্পোর্টস ডেস্ক:: বিশ্ব হকির ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জয়। আর্জেন্টিনাকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতলো নেদারল্যান্ডস নারী দল। প্রায় যুগ পর আবারো বিশ্বকাপ হকির শিরোপা বঞ্চিত হলো আর্জেন্টিনা নারী দল। ফাইনালে আর্জেন্টিনা নারী দলকে হারিয়ে হকির বিশ্ব চ্যাম্পিয়ন হলো ডাচ নারীরা।
সোমবার স্পেনের রাস্তাদিও অলিম্পিক দে তেরাসায় বিশ্বকাপ হকির ফািনাল অনুষ্টিত হয়। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডাচ নারীরা। হ্যাটট্রিক শিরোপা জয়ী দলটি ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে মারিয়ার গোলে এগিয়ে যায় দলটি।
লিড নেওয়া নেদারল্যান্ডস ম্যাচের ২৫তম মিনিটেই ব্যবধান বাড়ায়। শাতলার গোলে ব্যবধান ২-০ করে দলটি। বিরতির আগে আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস নারী দল।
দ্বিতীয়ার্ধে ফেলিস আলবার্সের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে দলটি। ম্যাচের ৪৬তম মিনিটে অগাস্তিনা গরজেলানির গোলে আর্জেন্টিনার নারীরা ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস নারী দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০