স্পোর্টস ডেস্ক: কাবাডি বিশ্বকাপের তৃতীয় আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার কিছু পর ভারতের অাহমেদাবাদে মাঠে নামে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ছিলো আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে ইতিমধ্যে বাংলাদেশ দল ৪ টি ম্যাচ খেলে সমান সংখ্যাক জয় – পরাজয় পেয়েছে।
দ. কোরিয়ার সাথে অপ্রতাশিত ভাবে হেরে যাওয়ায় শঙ্কা জেগেছিল সেরা চারে পৌঁছানো নিয়ে। তবে সব শঙ্কা দূর করে অস্ট্রেলিয়াকে ৮০-৮ পয়েন্টের বিশাল ব্যাবধানে হারিয়ে সম্ভাবনা তৈরী করেছিল বাংলাদেশের জোয়ানরা।
তার আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ।পরের ম্যাচেই হেরে যায় ভারতের বিপক্ষে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩৩-১৫ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতী থেকে ফিরে পয়েন্ট সংগ্রহে বাংলাদেশ এগিয়ে থাকলে ছোট ছোটে ভুলে হারাতে থাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর্জেন্টিনাকে ৬৭-২৬ পয়েন্টে হারালে সেমি-ফাইনালে যেেত পারে নি বাংলাদেশ।
গ্রুপে তৃতীয় থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের। সেমিতে পৌঁছায় কোরিয়া এবং ভারত।
এই প্রথম কাবাডি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত সাফল্যে এগিয়ে আছেন বাংলাদেশের আব্দুল্লাহ মুন্সি, এ পর্যন্ত অনুষ্ঠিত সবকটি ম্যাচ মিলিয়ে তিনি আছেন সেরা তিন রাইডারের মধ্যে স্থানে ৫১ পয়েন্ট নিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪