স্পোর্টস ডেস্কঃ গেল রোববার লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দলের একাংশ কোপা আমেরিকার প্রস্তুতি আর দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছায়। সেখানে পৌঁছেই অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। যদিও দলের সব ফুটবলাররা ছিলেন না, অনেকেই এখনও পা রাখেননি যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে কোপার শিরোপা ধরে রাখার মিশনে সেই অনুশীলনে যোগ দিলেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও।
এই সুপারস্টার ফ্লোরিডায় অবস্থিত নিজ ক্লাব ইন্টার মিয়ামির ট্রেনিং গ্রাউন্ডেই অনুশীলন শুরু করেছেন দলের সাথে। প্রথম অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চোটের কারণে আর্জেন্টিনার সবশেষ দুটি প্রস্তুতি ম্যাচ মিস করার পর মেসিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দলের কোচ স্কালোনিও। জানিয়েছেন নিজের স্বস্তির কথা।
স্কালোনি বলেন, ‘আমার মতে, চোট কাটিয়ে সে (মেসি) মাঠে ফিরেছে এবং খেলার মধ্যে আছে, এটা ভালো দিক। এটিই গুরুত্বপূর্ণ।’
আগামী ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে কোপা আমেরিকার টুর্নামেন্ট। সবশেষ আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার মিশন এখন তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। শুধুমাত্র কোপা আমেরিকা নয়, টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রীতি ম্যাচও খেলবে আলবিসেলেস্তারা। সেই ম্যাচ দুটির একটি ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে, আরেকটি গুয়েতামালার বিপক্ষে ১৪ জুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post