স্পোর্টস ডেস্কঃ ফ্রান্স অলিম্পিকের জন্য ঘোষিত হয়েছে আর্জেন্টিনা দল। ঘোষিত দলে আছেন ২০২২ বিশ্বকাপজয়ী চার ফুটবলার। ১৮ সদস্যের দলে থাকা এই চার ফুটবলার হলেন গোলরক্ষক গেরোনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।
অলিম্পিক মূলত অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট হলেও দলগুলো বেশি বয়সের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় নিতে পারে। এই সুবিধা কাজে লাগিয়েই আলভারেজ, ওতামেন্দি ও রুলিকে নিয়েছেন কোচ হাবিয়ের মাসচেরানো। আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে আরও দুই দিন আগে থেকে। আর অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট। গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক।
অলিম্পিকের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: লেয়ান্দ্রো ব্রে, হেরোনিমো রুলি
ডিফেন্ডার: মার্কো দি সেসার, হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওন
মিডফিল্ডার: এসেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন সেনন
ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post