স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে আজ রাতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল নিজেই।
নতুন ক্লাবের সঙ্গে যাত্রা প্রসঙ্গে জামাল বলেন, ‘আমার অভিজ্ঞতা অনুযায়ী এই ক্লাবকে সাহায্য করতে চাই। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। সে অনুসারে দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দে মায়োকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে।’
এদিকে বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলতে পেরে গর্ব অনুভব করছেন বলেও জানালেন জামাল। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমি জানি, অনেক মানুষ আমার উপর নির্ভর করে। অনুসরণ করে। প্রথমত বাংলাদেশি হিসেবে আমি খুবই গর্বিত। আমি নিজের পারফরম্যান্স এখানে দেখাতে চাই। যদি আমি ভালো করি, তাহলে আরও বাংলাদেশি এখানে আসবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post