স্পোর্টস ডেস্ক:: শুরুর একাদশে মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে তিনে তিন পূরণ করেছে আর্জেন্টিনা। বিপরীতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমার, ভিনিসিউস জুনয়রদের পূর্ণ শক্তির দল নিয়েও জিততে পারলো না ভেনেজুয়েলার বিপক্ষে।
আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের দিনে ব্রাজিল ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে। প্যারাগুয়ের বিপক্ষে জিতে মেসির দল বাছাই পর্বে টেবিলের শীর্ষ স্থানে উঠেছে। ভেনেজুয়েলার বিপক্ষে জিততে না পারায় ব্রাজিলকে থাকতে হচ্ছে আর্জেন্টিনার পরে, দ্বিতীয় স্থানে।
তারকায় ঠাসা পূর্ণ শক্তির ব্রাজিল জিততো পারলো না বিশ্বকাপ বাছাইয়ে। ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে তিন ম্যাচ খেলা নেইমাররা দুই জয় ও এক ‘ড্র’ নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে। টানা তিন ম্যাচ জিতে আর্জেন্টিনা আছে শীর্ষে।
ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতিপর ম্যাচের ৫০তম মিনিটে গ্যাব্রিয়েলের গোলে ১-০তে এগিয়ে যায় নেইমাররা। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত এই লিড ধরে রাখে দলটি।
ভেনেজুয়েলা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সমতায় ফিরে দলটি। ম্যাচের ৮৫তম মিনিটে বদলী নামা এডোয়ার্ড বিল্লোর গোলে স্কোর লাইন ১-১ করে দলটি। শেষ মূহুর্তে গোল হজম করায় ব্রাজিলের আর লিড নেওয়া হয়নি। ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয়।
অন্য দিকে বিশ্ব চ্যাম্পিনয় আর্জেন্টিনার সামনে রীতিমতো কোণঠাসা ছিলো প্যারাগুয়ে। ম্যাচে ৭৪ শতাংশেরও বেশি সময় বল আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিলো। ডি মারিয়া-মার্টিনেজদের ১৪ শটের বিপরীতে প্যারাগুয়ে মাত্র ৪টি শট নিতে পেরেছিলো। চ্যাম্পিয়নদের ৭৪১ পাসের বিপরীতে প্রতিপক্ষের পাস ছিলো মাত্র ২৫২টি। ম্যাচটিতে প্রথমার্ধে স্কালোনি মাঠে নামাননি মেসিকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা।
প্রভাব বিস্তার করে খেললেও গোল ব্যবধান খুব একটা বেশি করতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকোলাস ওটামেন্ডির করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচের তৃতীয় মিনিটেই ওটামেন্ডি আর্জেন্টাইনদের এগিয়ে দেন ১-০ গোল।
প্যারাগুয়ে শুরুতেই গোল হজম করে ডিফেন্সিভ হয়ে পড়ে। নিজেরা খুব একটা আক্রমণ না করলেও মার্টিনেজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় দলটি। শেষ পর্যন্ত তাই আর্জেন্টাইনদের ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post