স্পোর্টস ডেস্ক:: গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেনো আর্জেন্টাইনদের শেষ ভরসার নাম। তার দক্ষ হাতেই একের পর এক ঘাট পাড়ি দিচ্ছে আর্জেন্টাইনরা। বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত সেইভে দলকে শিরোপা জেতানো মার্টিনেজ এবার দক্ষ হাতে কোপা আমেরিকার সেমিতে তুললেন দলকে।
ইকুয়েডরকে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে হারিয়েছে এমির দুর্দান্ত সেইভে। লিওনেল মেসি পেনাল্টিতে প্রথশ শট মিস করেছেন। তাতে কিছুটা শঙ্কা জাগলেও এমিরও দক্ষ হাত ফাঁকি দিতে পারেনি ইকুয়েডর। তার দুর্দান্ত দুই সেইভে শেষ চারে আর্জেন্টিনা।
গোলরক্ষকের বীরত্বেই আর্জেন্টিনা পেরুলো ইকুয়েডর বাঁধা। ফলে কোপা আমেরিকার সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করলো লিওনেল মেসির আর্জেন্টিনা। কোয়ার্টারফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে শেষ চা্র নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টাইনরা প্রথমার্ধেই লিড নিয়েছিলো। লিসান্দ্রো মার্টিনেজের একমাত্র গোলে প্রায় নিশ্চিত জয় পেতে যাওয়া ম্যাচে শেষ মূহুর্তে গোল হজম করে বসে দলটি। ম্যাচ চলে যায় টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে শুরুতেই পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে টাইব্রেকার জিতে নেয় আর্জেন্টাইনরা।
কোপা আমেরিকার নকআউটে ইকুয়েডর কখনোই হারাতে পারলো না আর্জেন্টিনাকে। ম্যাচ শুরুর আধঘন্টা পরপরই লিড নেয় আর্জেন্টিন। একাধিক সুযোগ মিস করা আর্জেন্টিনা ৩৫তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে১-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি ইকুয়েডর।
সমানে সমান লড়াই করে ইকুয়েডর বিরতির ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিলো। সহজ সেই সুযোগও মিস করে দলটি। ৬২তম মিনিটে আর্জেন্টাইনরা পেনাল্টি উপহার দেয় ইকুয়েডরকে। সেই সুযোগেও গোল আদাল করতে পারেনি দলটি। পেনাল্টি শট মিস করে বসেন ইনার ভেলেন্সিয়া।
তবে যোগ করা সময়েই আর্জেন্টাইনদের চমকে দেয় ইকুয়েডর ।অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কেভিন রদ্রিগোজের গোলে সমতায় ফেরা দলটি। ১-১ গোলে ‘ড্র’ থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলায় ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ইকুয়েডর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post