স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে কোপা আমেরিকার আগে ব্রাজিলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হলো। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১২ জুন ব্রাজিলের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি।
এর আগে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও তাদের কোপা আমেরিকা প্রস্তুতিতে দুই প্রতিপক্ষ নিশ্চিত করেছে। এএফএ জানিয়েছে, ২২ মার্চ ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। চার দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেস কলোসিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। এই ম্যাচ দুটির একটিতে আলবেসেলিস্তেদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের ভিসা নীতিতে নাইজেরিয়া ম্যাচটি বাতিল হয়েছে।
এবারের কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন, ফাইনাল ১৪ জুলাই। ১৬ দলের আসরে ১০টি দল খেলবে লাতিন আমেরিকা অঞ্চল থেকে, ৬টি কনক্যাকাফ থেকে। যুক্তরাষ্ট্রের ১৪টি ভেন্যুতে চলবে লড়াই। ‘ডি’ গ্রুপে ব্রাজিল লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা একটি দলের সঙ্গে। এর আগেই অবশ্য আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post