স্পোর্টস ডেস্কঃ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার লিওনেল মেসিদের বিপক্ষে সেই হারের বদলা নিতে চান ডাচ কোচ ফন গাল। সংবাদ মাধ্যমে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
৮ বছর আগের ব্রাজিল বিশ্বকাপের সেমি-ফাইনালে দুই দলের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকেট পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে মেসিকে সফলতার সঙ্গে আটকে রাখে নেদারল্যান্ডস।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ডাচ কোচ লুইস ফন গাল বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ২০১৪ সালে সেমি-ফাইনালে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলাম, মেসি সেভাবে বল স্পর্শই করতে পারেনি, কিন্তু আমরা পেনাল্টি শুটআউটে হেরেছিলাম। এখন আমরা আমাদের প্রতিশোধ চাই।’
সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে আগামী শুক্রবার মুখোমুখি হবে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০