স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনায় অভিষেকেই জামাল ভুঁইয়া পেলেন গোল। তাঁর দল জিতল ম্যাচ। লাতিন আমেরিকার দেশটির তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে অভিষেক ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নিজে গোল করেছেন। দলও পেয়েছে স্বস্তির জয়। রোববার জার্মিনালের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে সোল দে মায়ো।
প্রথমার্ধের শেষদিকে জার্মিনালের হুয়ান মোত্রোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এর আগে ম্যাচের ৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে লিড পায় জামালরা। সতীর্থের পাস ডি-বক্সে দখলে নিয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে ছয় গজ দূরত্ব থেকে জোরালো শট নেন তিনি। বল গোলরক্ষকের বাধা পেয়ে আবার তার কাছে ফিরে আসে। এবার আর লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি।
৮০তম মিনিটে পেনাল্টি পায় সোল দে মায়ো। নিখুঁত শটে জালে বল পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন জামাল। সোল দে মায়োর জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ৮৭তম মিনিটে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে জার্মিনাল। কিন্তু শেষ পর্যন্ত টানা তিন ম্যাচের ব্যর্থতার পর সোল দে মায়োর জয়ে ফেরা আটকাতে পারেনি তারা।
গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে সোল দে মায়োর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন জামাল। নিজের ফেসবুক পেজে এদিন রাতে এক লাইভেই চুক্তির আনুষ্ঠানিকতা সারেন এ মিডফিল্ডার। যদিও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ‘চুক্তি’ করে আর্জেন্টিনায় পাড়ি জমানো নিয়ে জল ঘোলা হয়েছিল অনেক। সব বিতর্কই দারুণ অর্জনে আড়াল করে দিলেন জামাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post