স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা শুরুর আগে চোট শঙ্কায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (ইকুয়েডর) লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখেন নি কোচ লিওনেল স্কালোনি। তবে লাতিন ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে মেসিকে একাদশে ফেরাচ্ছেন আর্জেন্টাইন কোচ। শনিবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়েতমালার বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে পুরো সময় খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ স্কালোনি।
সবশেষ গত সোমবার ইকুয়েডরের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে রাখেননি স্কালোনি। ১-০ গোলে জেতা ওই ম্যাচে ৫৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বিশ্বকাপ জয়ী মহাতারকা। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি আটবারের বর্ষসেরা ফুটবলারের ফিটনেস নিয়ে শোনান আশার বানী। স্কালোনি বলেন, ‘লিও ম্যাচের শুরু থেকেই খেলবে। আগের দিন সিদ্ধান্ত হয়েছিল যে, সে কয়েক মিনিট খেলবে। আমরা ইতোমধ্যে তাকে খেলানো নিয়ে কথা বলেছি। সে কেমন অনুভব করছে, এর ওপর ভিত্তি করে আমরা দেখব তাকে কতক্ষণ খেলানো যায়। সে যদি পুরো ম্যাচ খেলতে পারে, তাহলে আরও ভালো।’
স্কালোনি আরও বলেন, ‘আমরা সবসময়ই তার কাছ থেকে একই জিনিস প্রত্যাশা করি: সে ফুটবল খেলুক, সতীর্থদের সঙ্গে মেলামেশা করুক এবং নিজের মতো থাকুক। মাঠে শেষ পর্যন্ত আমাদের যা দরকার তা হলো, সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে। আমরা যে দলকে মাঠে নামাচ্ছি, তাদের সঙ্গে সে যেন স্বচ্ছন্দ থাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post