আর্জেন্টিনার সঙ্গে নিজেদের এমন পার্থক্য দেখি না- পোল্যান্ড কোচ

0
68

স্পোর্টস ডেস্কঃ ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তাদের এবারের গ্রুপ সঙ্গী পোল্যান্ড কোচ সেটি মানতে চান না। পোলিশদের কোচ চেসলার মিচনিউইচের মতে, ‘সি’ গ্রুপে কেউই নিরঙ্কুশ সেরা দল নয়!

সংবাদ সম্মেলনে চেসলার বলেন, ‘আমরা আর্জেন্টিনার সঙ্গে নিজেদের এমন পার্থক্য দেখি না। আমরা সবাই বিশ্বকাপে আছি, আমরা গ্রুপে নিজেদেরকে প্রতিপক্ষের মতোই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাদেরকে এগিয়ে রাখছি না।’

আর্জেন্টিনা, সৌদি আরব ও মেক্সিকোর গ্রুপে থাকা পোল্যান্ড এবারের বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেবে; এমনই বিশ্বাস চেসলার। তিনি বলেন, ‘আমি মনে করি যে আমরা গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে পারি.. আমরা গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফিরে যাওয়া প্রথম ১৬টি দলের মধ্যে থাকতে চাই না।’

সৌদি আরবের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। এরপর অবশ্য মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে পোল্যান্ড মেক্সিকোর বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিল। এরপর তারা সৌদি আরবের জালে দেয় ২ গোল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here