স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় লিওনেল মেসি। শেষ বেলায় এসে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে লড়াই করতে হচ্ছে চোটের সাথেও। মৌসুমের শুরুতে ইন্টার মায়ামির হয়েও মাঠে নামা হয়নি তার।
এবার জানা যাচ্ছে, আর্জেন্টিনার হয়ে যুক্তরাষ্ট্রে দু’টি প্রীতি ম্যাচও খেলা হবে না মেসির। চোটের কারণেই মাঠে নামা হবে না তার। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্ত ।
আগামি মাসের ২২ ও ২৬ তারিখ দু’টি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এল সারভাদর ও কোস্টারিকার বিপক্ষে সেই দুই ম্যাচে মেসিকে না পাওয়ারই সম্ভাবনা। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন তিনি।
যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মাস দু’এক আগেই মেসিকে অধিনায়ক করে দল ঘোষনা করেছেন। সেই দলে মেসি ছাড়াও ইনজুরিতে পড়েছেন দিবালাও। স্কালোনি অবশ্য এখনো এ দু’জনের চোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। মেসি যেহেতু যুক্তরাষ্ট্রে আছেন, তাই মাঠে না নামলেও দলের সাথে থাকতে পারেন।
ইন্টার মায়ামির মেডিকেল বিভাগ জানিয়েছেন, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট চোট আছে। যেটি সারতে কিছু দিন সময় লাগবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post