স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপের ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠ এবং মাঠের বাইরে দারুণ লড়াই। সেটা জাতীয় দল হোক বা যে কোনো পর্যায়ের ফুটবল ম্যাচই হোক।
এবার অলিম্পিকের কোয়ার্টারফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ উত্তেজনা ছড়িয়েছে। ফ্রান্সের ১-০ গোলে জয়ী ম্যাচে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়েছেন। গত রাতে অলিম্পিকে ছেলেদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেও দুই দলের মধ্যে উত্তাপ ক্রমে বাড়ছিল। খেলা শুরুর আগেই ফ্রান্সের সমর্থকেরা আর্জেন্টিনার সমথর্কদের দুয়ো দেয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, উদ্যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। তার এমন আচরণ মেনে নেননি আর্জেন্টিনার ফুটবলাররা। এরপরই শুরু হয় কুৎসিত এক সংঘর্ষের। তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। এরপর মাঠের বাইরে টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা।
মাঠে খেলোয়াড়দের সংঘর্ষের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যেও। যদিও স্থানীয় পুলিশ দক্ষতার সঙ্গেই পরিস্থিতি সামাল দিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post