আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক বিশ্বকাপে নিষিদ্ধ

0
96

স্পোর্টস ডেস্কঃ ৬ হাজার আর্জেন্টাইন উগ্র সমর্থকদের তালিকা সোমবার প্রকাশ করেছে বুয়েন্স আয়ার্স সিটি গভরমেন্ট, যারা কাতারে বিশ্বকাপ ভেন্যুতে ঢুকতে পারবেন না। বুয়েন্স আয়ার্স সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিও স্টেশনকে এই তথ্য নিশ্চতি করেছেন।

আলেসান্দ্রো বলেন, ‘সহিংস সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যাঁরা হিংস্র কাজে যোগ দেন এবং অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে, সে কাতারে গিয়েও করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এ কারণে চাই হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।’

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবেন লিওনেল মেসিরা।

এদিকে বিশ্বকাপের আগে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন লিওনেল স্কালোনি। যদিও ৩১ জন থাকবেন না আর্জেন্টিনা দলে। সেখান থেকে ২৬ জনে নামবে দল। আপাতত বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত ৩১ জনের তালিকা ঘোষণা করেছেন স্কালোনি। আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন। সোমবার স্কালোনির ৩১ জনের দলে আছেন চার গোলরক্ষক। ডিফেন্ডার রেখেছেন ৯ জন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here