স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের ম্যাচটি মাঠে, মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছে। ডাচ ফুটবলার-কোচের সাথে মাঠে ও টানেলে খানিকটা ‘রাগান্মিত’ লিওনেল মেসিকে দেখা যায়। ফলে সমালোচনা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে। সংবাদ সম্মেলনে যার জবাব দিয়েছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
ক্রোয়েশিয়া ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি ডাচদের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘এটাই ফুটবল। ফুটবলে কখনো কখনো এমন হয়। রেফারি আছেন তো এ জন্যই। আনস্পোর্টিং বলে আমাদের যে সমালোচনা হচ্ছে, তা ঠিক নয়। আমরা জানি, কীভাবে হারতে হয়, কীভাবে জিততে হয়। আমরা সৌদি আরবের কাছে হেরেছি, হারার পর তো একটা কথাও বলিনি।’
গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে ব্রাজিলের নেইমারের পাশে বসে হাসিমুখে কথা বলছিলেন মেসি ও মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
২০২১ কোপা আমেরিকার সেই ফাইনাল পরবর্তী দৃশ্য প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘মারাকানায় কোপা আমেরিকা ফাইনালে (২০২১) জেতার পর মাঠে নেইমার, মেসি আর পারেদেস মিলে কী অপূর্ব একটা দৃশ্যের জন্ম হয়েছিল! আর্জেন্টিনাকে নিয়ে এ আলোচনা এখানেই বন্ধ হওয়া উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০