আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন এদেরসন

0
440

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে আগামী ১৭ ও ২২ নভেম্বর কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোর আগে দুঃসংবাদ শুনতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলরক্ষক এদেরসন ছিটকে গেছেন। চোটের কারণে খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটিতে খেলা এই গোলরক্ষক।

গত পরশু চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার শ্বাসরুদ্ধকার ম্যাচে পায়ে আঘাত পান এদেরসন। এরই মধ্যে এদেরসনের বদলি হিসেবে বেন্তোকে ডাকা হয়েছে। তবে অ্যাথলেটিকো পারানেসের এই গোলরক্ষক ঠিক কতটা পারফরম্যান্স করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। এমনিতেই বিশ্বকাপ বাছাইপর্ব তেমন ভালো যাচ্ছে না ব্রাজিলের। তার মধ্যে তারকা ফুটবলার নেইমারের পর তারা হারাল এদেরসনকে।

বাছাইয়ে প্রথম দুই রাউন্ডে জয়ী ব্রাজিল গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে, আর পরের ম্যাচে ২-০ গোলে হেরে যায় উরুগুয়ের বিপক্ষে। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

ব্রাজিল দল-

গোলরক্ষক: এদেরসন, অ্যালিসন, লুকাদ পেরি।

রক্ষণভাগ: ব্রেমার, মার্কিনহোস, নিনো, গ্যাব্রিয়েল, কার্লোস অগোস্তো, এমারসন রয়েল, রেনান লোদি।

মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, জোয়েলিনটন, রাফায়েল ভেইগা, রদ্রিগো।

আক্রমণভাগ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পউলিনহো, পেপে, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here