স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার ক্লাব সোল দ্য মায়োতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলছিলেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক মেসিদের দেশের তৃতীয় বিভাগের ক্লাবটির হয়ে খেলছেন।
তবে এবার আর্জেন্টিনার পার্ট চুকাতে যাচ্ছেন জামাল। তিনি ঘরোয়া ফুটবলে খেলতে চান আবাহনীর জার্সিতে। দলটির কোচের কাছে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। আবাহনীর সঙ্গে চুক্তি হয়ে গেলে সোল দ্য মায়োতে আর খেলা হবে না তার।
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে এ মাসের শেষ দিনে ঢাকায় আসবেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার যাওয়া-আসার টিকিট করে রেখেছে। ফিলিস্তিনের বিপক্ষে মার্চে দুই ম্যাচ খেলে তার আবার আর্জেন্টিনায় ফিরে যাওয়ার কথা।
তবে আবাহনীর হয়ে খেলতে চান তিনি। আর সেজন্য আর্জেন্টিনায় ফিরেও যেতে না পারেন। দুই পক্ষের মধ্যে কথাবার্তা মিলে গেলে ঘরোয়া ফুটবলেই খেলবেন জামাল। আবাহনীর কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির কাছে আবাহনীতে খেলার ইচ্ছে প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক।
এই আর্জেন্টাইন কোচও স্বদেশী ক্লাব অফিসিয়ালদের কাছে জামালের বিষয়ে আলোচনা করেছেন। আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। আমার সাথে জামালের কথা হয়নি। কোচের সঙ্গে কথা হয়েছে। কোচ আমাকে জানিয়েছেন, জামাল আবাহনীতে খেলতে চায়। লিগের প্রথম পর্বের ম্যাচ শেষ করে বিষয়টি নিয়ে ভাববো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post