স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের দল আগেই ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যেখানে ছিলেন না পাওলো দিবালা। তবে আচমকাই এই ফরোয়ার্ডকে দলে ডাকা হয়েছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলে শেষ মুহূর্তে অনেকটা আকস্মিকভাবেই ডাক পেলেন দিবালা। আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দিবালার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অ্যাঙ্কেলের মারাত্মক চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া লিওনেল মেসির বিকল্প হিসেবেই মূলত ডাক পেয়েছেন রোমার এই ফরোয়ার্ড।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে, ৫ পয়েন্ট নিয়ে চিলি আটে আছে। এদিকে এই তালিকার ৬ নম্বরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬টি দল খেলবে। সপ্তম স্থানে থাকা দলটিকে বিশ্বকাপের মূলপর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০