স্পোর্টস ডেস্কঃ গত বছর কাতার বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মূল রেফারির দায়িত্বে থাকছেন সিমন মার্চিনিয়াক। গত বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ৪২ বছর বয়সী এই পোলিশ রেফারি। আর্জেন্টিনা ও ফ্রান্সের ওই ফাইনালে রেফারিংয়ের জন্য প্রশংসিত হন তিনি। এবার তাঁকে উয়েফার ক্লাব ফুটবলের সেরা আসরে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচেরও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মার্চিনিয়াক। এবার তিনি সামলাবেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্ব। আগামী ১০ জুন ইস্তান্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।
বিশ্বকাপ ফাইনালের মতোই এই ম্যাচেও মার্চিনিয়াকের সহকারি রেফারির দায়িত্ব পালন করবেন তার দুই স্বদেশি পাওয়েল সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ। ক্লাব ফুটবল ছাড়াও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ডের মধ্যকার ম্যাচে রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন মার্চিনিয়াক। তিনি পোল্যান্ডের পেশাদার ফুটবল রেফারি হিসেবে দীর্ঘদিন বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন।
মার্চিনিয়াকের সহকারী পাওয়েল সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ, এই তিনজন ইতোমধ্যেই অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ২০১৬ সালের ইউরোতে ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনালে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন মার্চিনিয়াক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post