আর্জেন্টিনা বিশ্বকাপের ড্র শুক্রবার

0
71

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া। মূলত দেশটির এক কর্মকর্তা প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানোয় এ সিদ্ধান্ত নেয় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত দেশটির পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিশ্বকাপ। তবে দেশ বদলে এই বিশ্বকাপ আয়োজন হবে আর্জেন্টিনায়। এক বিবৃতিতে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

আর্জেন্টিনাকে নতুন আয়োজক ঘোষণা করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।’

ফিফা প্রেসিডেন্ট জানান, ‘আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।’

সুইজারল্যান্ডের জুরিখে আগামী শুক্রবার আসন্ন যুব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এর আগে ২০০১ সালের আসরের আয়োজক ছিল আর্জেন্টিনা। সেবার নিজেদের রেকর্ড ছয় শিরোপার চতুর্থটি জেতে তারা। এবার ইন্দোনেশিয়া আয়োজক থেকে বাদ পড়ায় আবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে দিয়াগো ম্যারাডোনা-লিওনেল মেসির দেশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here