স্পোর্টস ডেস্কঃ নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আর্সেনালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকেল আর্তেতা। এর আগে ম্যানচেস্টার সিটিতে একসময় পেপ গার্দিওলার সহকারী ছিলেন তিনি। আর সেই গার্দিওলার কাছে সবশেষ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা খুইয়েছেন গানার কোচ আর্তেতা।
গার্দিওলা এবারের মৌসুমে জিতেছেন ‘ট্রেবল’। তাই এই কোচকে বিশ্বের সেরা বলছেন আর্তেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো সংশয় নেই। সে (গার্দিওলা) সবকিছুতেই সেরা। নিজের পরিকল্পনা সবাইকে বোঝানো, এক সুতোয় গাঁথা, দলের সেরাটা বের করে আনা- সব মিলিয়েই পেপ জিনিয়াস।’
ম্যানচেস্টার সিটিতে তিন বছর সহকারী কোচের কাজ করার পর ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। তবে গানারদের শিরোপা এনে দিতে পারেন নি। ২০ বছরের শিরোপা খরা কাটানোর প্রবল সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত এবারে পারেনি এমিরেটস স্টেডিয়ামের দলটি।
প্রিমিয়ার লিগ জিততে ব্যর্থ হলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে পেরে খুশি কোচ আর্তেতা। তৃপ্ত কণ্ঠে তিনি বলেন, ‘খেলার ধরনই এরকম। আক্ষেপ থাকলেও এতটা তরুণ দল নিয়ে (লিগের সবচেয়ে কম বয়সী স্কোয়াড ছিল আর্সেনালের) আমরা যা অর্জন করেছি, সেটাও কম নয়। এটা আমার কাছে পরিষ্কার।’
তারুণ্যনির্ভর দল নিয়ে গত মৌসুমের শুরু থেকে লিগে দারুণ খেলে আর্সেনাল। প্রায় ২৫০ দিন পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শিরোপার সম্ভাবনা জোরাল করে দলটি। তবে মৌসুমের শেষের অংশে গড়বড় হয়ে যায় সব। চাপের মুখে ভেঙে পড়ে আর্তেতার দল। হোঁচট খায় একের পর এক ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post