নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা-সমালোচনায় জর্জরিত। যেখানে নাম ছিল বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগেরও। এবার সেই সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য সোহাগকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একইসাথে ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আর্থিক অসঙ্গতি নিয়ে ফিফাকে ভুল তথ্য দেওয়া, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন কারণেই আবু নাঈম সোহাগকে এই শাস্তি দিয়েছে ফিফা। এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।
ফিফার থেকে বাফুফের জন্য বরাদ্ধকৃত টাকার হিসাবে আবু নাঈম সোহাগ জাল বা মিথ্যা নথিপত্র ব্যবহার করেছে বলে ফিফার স্বাধীন বিচারিক কমিটি নিশ্চিত প্রমাণ পেয়েছে। ফিফা জানিয়েছে সোহাগের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে যত্নসহকারে তদন্ত করে নথি জালের প্রমাণ পেয়েছে।
এই আর্থিক ইস্যু নিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ফিফার সদরদপ্তর সুইজারল্যান্ডের জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে সন্তুষ্ট করতে পারেননি ব্যাখ্যা দিয়ে। যার ফলে ফিফার স্বাধীন বিচারিক কমিটি দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে।
ফিফা জানিয়েছে, তার বিরুদ্ধে তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ফিফার আচরণবিধির আর্টিকেল ১৩’র সাধারণ দায়িত্ব, ১৫’র নৈতিকতা এবং ২৪’র জালিয়াতি ও মিথ্যাচার নীতি লঙ্ঘন করেছেন। যার ফলে এই শাস্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শাস্তির চিঠি বাফুফে এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসিতে) পাঠানো হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post