স্পোর্টস ডেস্ক:: বাফুফে কোটি টাকা পুরস্কারের ফুটবল আয়োজন করেছিলো সুপার কাপ দিয়েই। এরপর ঘরোয়া ফুটবলে আর কোটি টাকা পুরস্কারের কোনো টুর্নামেন্ট হয়নি। নামমাত্র প্রাইজমানি দিয়ে বাফুফে আয়োজন করে থাকে ফুটবলের। অথচ সৌখিন ব্যাংকাররা খেলবেন ফুটবল, পুরস্কার প্রায় সুপার কাপের সমান।
ব্যাংকারদের ফুটবল টুর্নামেন্টে পুরস্কারই যাচ্ছে ১ কোটি ৪০ লাখ টাকা। ঢাকায় প্রথমবারের মতো আয়োজন হচ্ছে শেখ হাসিনা আন্ত:ব্যাংক ফুটবল টুর্নামেন্টের। বনানীর আর্মি স্টেডিয়ামে ব্যাংকাররা নামবেন লড়াইয়ে। অর্থের ঝনঝনানির এই টুর্নামেন্ট হারিয়ে দিচ্ছে পেশাদার ফুটবলারদের আসরকেও।
৩৩টি ব্যাংক দল অংশ নেবে টুর্নামেন্টটিতে। ১৩ মে উদ্বোধনী ম্যাচে আর্মি স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ব্যাংকারদের জন্য পুরস্কার ৪০ লাখ টাকা। তৃতীয় হওয়া দল পাবে ৩০ লাখ টাকার প্রাইজমানি। চতুর্থ হওয়া দলের জন্যও আছে পুরস্কার। তাদের পুরস্কার ২০ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য ব্যাংকাররা পুরস্কার রেখেছেন গোল্ডেন বুটও। আয়োজকেরা জানিয়েছেন, ব্যাংকারদের বাইরে কাউকে খেলতে দেওয়া হবে এই টুর্নামেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০