স্পোর্টস ডেস্ক:: আর্লিং হল্যান্ড, আলভারাজদের ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে উঠা হলো না সিটির।
দারুণ প্রতিদ্বন্ধীতাপূর্ণ লড়াই শেষে হেরেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ মূহুর্তের গোলে আর্সেনাল জিতেছে ১-০ ব্যবধানে।
পুরো ম্যাচেই দুই দল সমানে সমান লড়াই করেছে। কেউ কাউকে ছাড় দেয়নি। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটির প্রথমার্ধ থেকে যায় গোল শুন্য সমতায়। গোল ছাড়াই বিরতিতে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দলটি।
বিরতির পরও চলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই। থবে একক ভাবে আধিপত্য দেখাতে পারেনি কোনো দলই। ৫১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে হল্যান্ডরা। বিপরীতে আর্সেনাল ৪৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল আসছিলো না।
অবশেষে ম্যাচের শেষ দিকে আর্সেনাল কাঙ্খিত গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে বদলী নামা গ্যাব্রিয়েল মার্টিনেলি ম্যাচের ৮৬তম মিনিটে সিটি শিবিরকে স্তব্ধ করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। শেষ মুহূর্তে হজম করা গোল আর শোধ করা হয়নি চ্যাম্পিয়নদের। ১-০ গোলেরহার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০