স্পোর্টস ডেস্ক:: এ যেনো ম্যানচেস্টার সিটির গোল মেশিন। একের পর এক গোল করেই যাচ্ছেন। আর্লিং হল্যান্ডকে থামানোর মতো ডিফেন্স যেনো কোনো দলেরই নেই। তাঁকে থামানো সাধ্য যেনো নেই কারো। নরওয়ের তারকা এবার ভাগ বসিয়েছেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে।
নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরিতে দ্রুততম তালিকায় এতোদিন সবার উপরে একাই ছিলেন সিআর সেভেন। এবার সেই তালিকায় নিজেকে নিয়ে গেলেন আর্লিং হল্যান্ড। সিটির জার্সিতে গত রাতেই শততম গোল উদযাপন করেছেন তিনি। ফুটবলের জগতে সিটির গোল মেশিন বলা হচ্ছে হল্যান্ডকে।
এই যেমন প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সিটি খেলেছেন পাঁচটি ম্যাচ। সবগুলো ম্যাচেই গোল করেছেন এই তারকা। পাঁচ ম্যাচে গোলের সংখ্যা রীতিমতো প্রতিপক্ষের জন্য আতঙ্কের, ভয়ের। পাঁচ ম্যাচেই যে দশ গোল হল্যান্ডের নামের পাশে। নরওয়ের তারকার আছে দু’টি হ্যাটট্রিক।
ম্যাচের মাত্র নবম মিনিটেই দলের হয়ে প্রথম গোল করে সিটির জার্সিতে গোলের সেঞ্চুরি করে বসেছেন। ১০৫ ম্যাচে রোনালদো করেছিলেন ১০০ গোল। সেটা ছিলো রিয়ালের জার্সিতে। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি দিয়ে সিটির জার্সিতে ১০৫ ম্যাচে হল্যান্ডেরও গোলের সংখ্যা এখন ১০০।
২-২ গোলের ‘ড’ হওয়া ম্যাচে সাভিনিওর থ্রো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৯ মিনিটে সিটির হয়ে গোলটি করেন তারকা ফুটবলার। তার গোল মেশিন হওয়া শুরু বরুসিয়া ডর্টূমুন্ডে থাকা অবস্থায়ই। সাবেক ক্লাবের হয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করেছিরেন। সিটির জার্সিতে এসে যেনো আরো আক্রমণাত্মক, আরো ভয়ঙ্কর গোল মেশিন হয়ে উঠা তার।
একের পর এক গোল করে, প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে চুরমার করেই যাচ্ছেন হল্যান্ড। সময়ের হিসাবে এখন পর্যন্ত প্রতি ৮৫ মিনিটে একটি করার অনন্য অর্জন তার নামের পাশে।
প্রিমিয়ার লিগে এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন নরওয়ের এই তারকা। তিনি এবার আরো অপ্রতিরোধ্য। প্রথম ৫ ম্যাচে ১০ গোলের হিসাব সামনে নিয়ে এলে ১৯৩০ সালে অ্যাস্টন ভিলার পোঙ্গো ওয়ারিংয়ের স্মৃতি। তার পরে এবারই এতো ভালো শুরু পেয়েছেন কোনো তারকা।
গত রাতে আর্সেনালের বিপক্ষে গোলটি দিয়ে ক্লাব ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ২৩৫ এ উন্নীত করেছেন হল্যান্ড। সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং ম্যান সিটির হয়ে জার্সিতে ২৩৫ গোল তার নামের খাতায়। ২৪ বছর বয়সী এই তারকা নরওয়ের জার্সিতেও করেছেন ৩২টি গোল। এ যেনো গোল মেশিনের কাছে গোল করা ডাল ভাত।
সিটির জার্সিতে তার শত গোলের ৭৩টি ড়োল এসেছে প্রিমিয়ার লিগ থেকে। চ্যাম্পিয়ন্স লিগে আছে ১৮টি গোল, কারাবা কাপে আছে একটি গোল। ৮টি গোল আছে এফএ কাপেও।
২৪ বছর ৬৩ দিনের জীবেন হল্যান্ড খেলেছেন ২৭১টি ম্যাচ। তাতেই গোলের সংখ্যা ২৩৫। ভবিষ্যতে এই সংখ্যা কোথায় গিয়ে থামে, কত অর্জনের পর থামেন হল্যান্ড সেটারই অপেক্ষা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০