স্পোর্টস ডেস্কঃ টাইব্রেকারে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা জিতল আর্সেনাল। রোববার রাতে গত মৌসুমে ট্রেবল জয়ী সিটিকে হারিয়ে দেয় গানাররা। মিকেল আর্তেতার দল ঘুরে তুলল মৌসুমের সূচনাসূচক ট্রফি এফএ কমিউনিটি শিল্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে আর্সেনাল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে আর্সেনালের মার্টিন ওডেগোর, লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা ও ফাবিও ভিয়েরা পান জালের দেখা। সিটির হয়ে প্রথম শট নিতে আসা কেভিন ডি ব্রুইনে ও তৃতীয় শটে ব্যর্থ হন রদ্রি। পেপ গার্দিওলার দলের হয়ে জালের দেখা পান কেবল বার্নার্দো সিলভা।
দারুণ জয়ে মৌসুমের প্রথম ট্রফি জেতা আর্তেতা বেশ আশাবাদী। আর্সেনালকে তিনি মৌসুমের সব ট্রফি এনে দিতে চান। তিনি বলেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব (কমিউনিটি শিল্ডের) ট্রফিটি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। এখন আমরা পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবতে পারি। এটাই ফুটবল-আপনি আজ হয়তো একটি শিরোপা জিতলেন, কিন্তু আগামীকালই আপনাকে অনুশীলন করতে হবে।এজন্যই আমরা এখানে আছি- এই ফুটবল ক্লাবটির জন্য শিরোপা জিততে এবং সাফল্য এনে দিতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০