আর্সেনালের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন কোচ মিকেল আর্তেতা

0
34

স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত পেরিয়েছে, গানাররা ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।

এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ শুরু করেছিল  তারা। যদিও ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারিয়েছে গানাররা। ছিটকে গেছে লিগ শিরোপার দৌড় থেকে।

শিরোপা হাতছাড়া হলেও এই মৌসুম থেকে ইতিবাচক অনেক কিছুই খুঁজে পাচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। পয়েন্ট তালিকায় আর্সেনাল এখন আছে দুইয়ে, ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট সিটির। আর্তেতা বলেন, ‘আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের কাছে চাহিদা, প্রত্যাশা, চ্যালেঞ্জগুলো পরবর্তী মৌসুমে আরও বেশি হবে।’

আর্তেতা মনে করেন, এখান থেকে তার দল কেবল উন্নতির পথেই থাকবে, ‘আমরা দলের সেই মূল ভিত্তিটা তৈরি করে ফেলেছি। আমাদের অনেক মান আছে, অনেক তরুণ খেলোয়াড় আছে, ভরপুর উদ্যম আছে; এর সঙ্গে তাদের চারপাশে সঠিক অভিজ্ঞতাসম্পন্ন অনেক ভালো মানুষ এবং নেতৃত্ব দেওয়ার মতো অনেকে রয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here