স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরো এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে সিটিকে জিতিয়েছেন রিয়াদ মাহরেজ ও ইলকায় গুন্দোয়ান। দলের গোল দুটি করেছেন গুন্দোয়ান আর তাঁর গোল দুটিই বানিয়ে দিয়েছেন মাহরেজ।
দারুণ এই জয়ে লিগ টেবিলে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ৩৪ ম্যাচ শেষে সিটির পয়েন্ট এখন ৮২। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৮। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে ১৯তম মিনিটে রিয়াদ মাহরেজের ডান দিক থেকে বাড়ানো পাস বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন গুন্দোয়ান। ২৭তম মিনিটে জোড়া গোলের দেখা পান এই মিডফিল্ডার। ডান দিক থেকে মাহরেজের বাড়ানো বল বক্সের বাইরে ধরে দ্বিতীয় ছোঁয়ায় কোনাকুনি শটে গোলটি করেন জার্মান তারকা।
৮৩তম মিনিটে পেনাল্টি পায় সিটি। কিন্তু স্পট কিকে ব্যর্থ হয়ে হ্যাটট্রিকের সুযোগ হারান গুন্দোয়ান। তার শট পোস্টে প্রতিহত হয়। এরপরই প্রতি-আক্রমণে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন লিডসের স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। শেষ পর্যন্ত অবশ্য কোনো বিপদ হতে দেয়নি সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post