স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র করেছিল বাভারিয়ানরা। ফলে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট কেটেছে জার্মান জায়ান্টরা। এ নিয়ে ১৩তম বার ইউরোপীয় প্রতিযোগিতার শেষ চারে উঠল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। অন্য সেমিফাইনালে পিএসজি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
২৪তম মিনিটে জামাল মুসিয়ালার দূর থেকে নেওয়া আচমকা শট আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া ঝাঁপিয়ে রুখে দেন। ৩১ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মার্টিন ওডেগার্ডের কাছ থেকে পাওয়া বলে যে শটটি তিনি নেন, সেটি সোজা চলে যায় মানুয়েল নয়ারের হাতে। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পরপরই বায়ার্নের গোরেৎস্কার জোরালো হেড ক্রসবারে লাগে। ফিরতি বলে রাফায়েল গেরেইরোর শট আর্সেনাল গোলকিপারের হাতের পর পোস্টে লাগে। তবে গোলের জন্য এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। ৬৪ মিনিটে গেরেইরোর দারুণভাবে বাড়ানো বলে ছুটে গিয়ে হেডে জালে জড়ান কিমিখ। চলতি বছরে এটি তাঁর প্রথম গোল। ম্যাচের বাকি সময়ে বায়ার্ন, আর্সেনাল কেউই আর গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। ১-০ ব্যবধানে দ্বিতীয় লেগ জিতেই সেমিফাইনালে উঠে যায় বায়ার্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post