স্পোর্টস ডেস্কঃ আর্সেনালের সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’ চুক্তি করেছেন বুকায়ো সাকা। এই ইংলিশ ফরোয়ার্ডের সাথে নতুন চুক্তির খবর মঙ্গলবার জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। তবে চুক্তির মেয়াদ প্রসঙ্গে বিস্তারিত জানায় নি গানাররা। আর্সেনালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭৮টি ম্যাচ খেলেছেন সাকা।
ক্লাবের ওয়েবসাইটে সাকার সাথে চুক্তির মেয়াদ উল্লেখ না করলেও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত আর্সেনালে থাকবেন তিনি। এদিকে গত সপ্তাহে গোলরক্ষক অ্যারন র্যামসডেলের সাথেও নতুন চুক্তি করে মিকেল আর্তেতার দল।
চলতি মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন সাকা। তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ১১টি। এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি। ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। শীর্ষে থেকে লিগ শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গেছে, গানাররা ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার আর্তেতার অধীনে দারুণ শুরু করে তারা। যদিও লিগের শেষ দিকে এসে খেই হারায় অ্যামিরেটস স্টেডিয়ামের দলটি। ফলে শিরোপা জিতে নেয় সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০