আর্সেনালে নাম লিখিয়ে প্রথম ম্যাচেই ব্রাজিল তারকার জোড়া গোল

0
5

স্পোর্টস ডেস্ক:: দলবদলের শুরুতেই ম্যানচেস্টার থেকে ৫০৪ কোটি টাকায় আর্সেনালে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। নতুন ক্লাবে যোগ দিয়েই দুর্দান্ত শুরু করলেন তিনি। প্রথম ম্যাচেই পেয়েছেন জোড়া গোল।

যদিও ম্যাচটি অফিসিয়াল নয়। জার্মান ক্লাব নুরেনবার্গের বিপক্ষে গ্যাব্রিয়েল জোড়া গোল করেছেন। আর্সেনাল ক্লাবটির বিপক্ষে মাঠে নেমেছিলো প্রাক প্রস্তুুতি ম্যাচে। সেখানেই দারুণ খেলা উপহান দেন এই ব্রাজিলিয়ান তারকা। আট গোলের দারুণ রোমাঞ্চকর ম্যাচটিতে আর্সেনাল শেষ পর্যন্ত জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে।

দুই হালি গোলের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় মাত্র দুই গোলে। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে। প্রতিপক্ষের জালে গুণে গুণে পাঁচটি গোল দেয় দলটি।বিপরীতে আর্সেনাল দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে। দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করেন সমর্থকেরা।

ম্যাচের প্রথমার্ধে নামানো হয়নি ব্রাজিলিয়ান তারকা হেসুসকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি। তাতেই ঘুরে দাঁড়ায় আর্সেনাল। মাঠে নামার মিনিট দুই একের মধ্যেই ম্যাচের ৪৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন এই তারকা। ৭৫তম মিনিটে জোড়া গোল পূর্ন হয় তার।

তবে নিজেদের ভুলেই বড় ব্যবধানে ম্যাচ হারে জার্মান ক্লাব নুরেনবার্গ। দ্বিতীয়ার্ধে দলটি আত্মঘাতী গোল খায় দুটি। ম্যাচের ৫৭ তম মিনিটে প্রথম আত্মঘাতী গোলটি করেন ক্রিস্টোপার শিন্ডলার। ৬৩ মিনিটে দ্বিতীয় আত্মঘাতী গোলটি করেন হ্যান্ডওয়ার্কার। শেষ পর্যন্ত তাই ৫-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here