আর্সেনাল ম্যাচ বার্সার জন্য ভালো একটি পরীক্ষা- জাভি

0
70

স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম প্রস্তুতিতে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি বার্সা ৫-৩ গোলে হেরেছে। প্রথমার্ধে ম্যাচ ২-২ গোলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে হেরেছে জাভি হার্নান্দেজের দল। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে গানারদের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের শুরুটা করেছিল কাতালানরা।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সা। ছয় মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান বুকায়ো সাকা। এরপর ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে পেনাল্টি মিস করেন সাকা।

ম্যাচের ৩৪ মিনিটে দ্বিতীয়বারের মতো লিড পায় বার্সেলোনা। এবারের গোলস্কোরার রাফিনহা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারো সমতায় ফেরে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেন চেলসি থেকে এই মৌসুমে আর্সেনালে যোগা দেয়া জার্মান তারকা কাই হাভার্টজ।

৫৫ মিনিটে গোল পান লিয়েন্দ্রো ট্রসার্ড। ম্যাচের ৭৮ মিনিটে আবারো গোল পায় আর্সেনাল। আর গোলস্কোরারও সেই ট্রসার্ড। তবে এরপর এক গোল শোধ করে ফেরান তোরেস। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন ফ্যাবিও ভিয়েরা। ৫-৩ গোলের জয় পায়া মিকেল আর্তেতার দল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জাভি জানান, ম্যাচটিতে ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন তিনি। জাভি বলেন, ‘ইতিবাচক অনেক কিছু দেখেছি এবং বেশিরভাগ খেলোয়াড়ই খেলার বেশ ভালো সময় পেয়েছে। কিছু খেলোয়াড়কে ভিন্ন পজিশনেও চেষ্টা করতে হয়েছে আমাকে। দলের পরীক্ষা এবং ফলাফল ভালো হয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here