আর টেস্ট ক্রিকেটে ফিরবেন না মঈন

0
62

স্পোর্টস ডেস্কঃ কোনোভাবেই আর টেস্ট ক্রিকেটে ফিরবেন না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে অবসর ভেঙে ফিরেন তিনি। ৪ টেস্ট খেলে মঈন রান করেছেন ১৮০, উইকেট নিয়েছেন ৯টি। রান ও উইকেট কোনোটাই খুব বেশি না হলেও ছিলেন কার্যকরী। গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন উইকেট। সঙ্গে লড়তে হয়েছে চোটের সঙ্গেও।

এদিকে আগামী জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ভারতের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঈনকে খেলানোর পরিকল্পনা ছিল অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের। কিন্তু মঈন অধিনায়কের পর কোচকেও ‘না’ করে দিয়েছেন। জানিয়েছেন আর সাদা পোশাকে ফিরতে চান না তিনি। অর্থাৎ টেস্ট থেকে অবসরে চলে গেছেন মঈন।

টেস্টে আর না খেলার প্রসঙ্গে মঈন বলেন, ‘তারা (ম্যাককালাম ও স্টোকস) শুরু থেকেই আমার সিদ্ধান্ত জানত। বিশেষ করে যখন ভারত সফরের ভেন্যুগুলোর নাম জানানো হলো। বাজ (ম্যাককালাম) আমাকে আবার বলেছিল, আমি বলেছি, না, আমি ভারতে যাচ্ছি না। ভারতের যাওয়ার কোনো সুযোগই নেই। আমার শেষ। এভাবে শেষ করা ও এমন একটা দারুণ দিনের অংশ হওয়াই দারুণ কিছু।’

৬৮ টেস্টে মোট পাঁচটি সেঞ্চুরিসহ তিন হাজার ৯৪ রান এবং পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ২০৪ উইকেট নিয়ে শেষ হয়েছে মঈনের টেস্ট ক্যারিয়ার। ভারতে ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগামী ২৫ জানুয়ারি। এই টেস্টের আগে বিশ্বকাপ হবে ভারতের মাঠে। সেখান অবশ্য খেলা কথা রয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈনের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here