স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এফসি বোর্নমাউথের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ে গোল পেয়েছেন আর্লিং হালান্ড। শুধু গোলই করেননি এই ফরোয়ার্ড, হুলিয়ান আলভারেজের গোলে রেখেছেন সহায়তা। গোল পেয়েছেন ফিল ফোডেনও। অন্য গোলটি আত্মঘাতী। এ জয়ে আবার লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল পেপ গার্দিওলার দল।
১৫তম মিনিটে সিটিকে এগিয়ে নেন আলভারেজ। ২৯তম মিনিটে ফোডেন আলতো টোকায় বল বাড়ান বক্সে ফাঁকায় থাকা হাল্যান্ডকে। সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি নরওয়ের এই ফরোয়ার্ডের। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ফোডেন।
বোর্নমাউথ দূর্ভাগ্যের শিকার হয় ৫১তম মিনিটে। আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের জোরালো শট গোলরক্ষক ক্রিস মেফামের হাঁটুতে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৮৩তম মিনিটে লেরমার ভলিতে ব্যবধান কমায় বোর্নমাউথ।
আর্সেনাল ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা সিটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর্সেনাল গত রাতে লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post