স্পোর্টস ডেস্কঃ লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারের হাস্যকর ভুলে জিতল আর্সেনাল। প্রিমিয়ার লিগে গত রাতে প্রতিপক্ষকে গোল উপহার দিলেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। তার ভুলেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দ্বিতীয় গোল এনে দেন আর্সেনালকে। শেষ পর্যন্ত গানাররা ম্যাচ জেতে ৩-১ গোলে।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকা আর্সেনালকে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পরেও সেভাবে সুবিধা করতে পারছিল না লিভারপুল। এমনকি প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। এরপরেও ম্যাচে সমতায় ফিরে তারা। হাফ টাইমের ঠিক আগে নিজেদের জালেই বল জড়িয়ে লিভারপুলকে গোল উপহার দেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল।
ম্যাচের ৬৭ মিনিটে লিভারপুলের গোলরক্ষক এলিসন বেকার ও ডিফেন্ডার ভির্গিল ফন ডিজকের ভুলে ভেঙে পড়া রক্ষণে ফাঁকা পোস্টে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। এতে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় আর্সেনাল। গোলটি করেন লিন্দ্রো থ্রোসার্ড। ফলে ৩-১ গোল জয় নিশ্চিত করে মিকেল আরতেতার শিষ্যরা।
২৩ ম্যাচে লিভারপুলের এটি দ্বিতীয় হার। তারপরও অবশ্য শীর্ষেই আছে তারা, ৫১ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। দুই দলকেই পেছনে ফেলার সুযোগ আছে ম্যানচেস্টার সিটির সামনে। ২১ ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৪৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post