আলিসন, আলভেজ-নেইমারদের নিয়ে দল দিয়ে বিশ্বকাপ উত্তাপ ছড়ালেন তীতে

0
226

স্পোর্টস ডেস্ক:: ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের সমর্থকদের দুই ভাগ। আর্জেন্টিনা-ব্রাজিলে যেনো ভাগ হয়ে যায় বাংলাদেশ। কাতার বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল কোচ তীতে তার দল ঘোষণা করেছেন। তাতেই বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তীতের দলে প্রত্যাশিত সব তারকাই আছেন। আলিসন বেকার, দানি আলভেজ, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে সব তারকাই আছেন দলে। সোমবার ঘোষিত দলে তেমন কোনো চমক দেননি তিতে। দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাদের ভেতর থেকেই বেছে নিয়েছেন ২৬ সদস্য।

ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জি’তে ব্রাজিলের অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।

ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরেস (ম্যানচেস্টার সিটি),ওয়েভারটন (পালমেইরাস)

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেজ (পুমাস), অ্যালেক্স তেয়াস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), ব্রেমার (জুভেন্টাস)।

মধ্যমাঠ: কার্লোস ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), এভারটন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।

আক্রমণভাগ: নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম হটস্পার্স), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here