আলোক স্বল্পতায় আগেই শেষ প্রথম দিনের খেলা

0
49

নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে শুরুটা ভালো হয় নি বাংলাদেশ ‘এ’ দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে মঙ্গলবার প্রথমদিনে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৫ রান। বৃষ্টি বাঁধায় সকালে নির্ধারিত সময়ে শুরু করা যায় নি ম্যাচ। দুপুর ১টার কিছু আগে মাঠে গড়ানো ম্যাচের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে আলোক স্বল্পতার কারণে।

দুপুর সাড়ে ১২টায় হওয়া টসে জয়ী হন উইন্ডিজ অধিনায়ক জশুয়া ডা সিলভা। টস জিতে ক্যারিবিয়ানরা সিদ্ধান্ত নেয় আগে ফিল্ডিংয়ের। ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার জাকির হাসান।ঝড়ো শুরুর আভাস দেন এই বাঁহাতি। তবে থিতু হতে পারেন নি। ১৩ বলে ১৮ রান করে ফিরেন আকিম জর্দানের বলে।

জাকিরের বিদায়ের পর আহত অবসর নেন সাদমান ইসলাম অনিক। ব্যাটিং করতে গিয়ে তাঁর বাঁ-হাতের কনুইয়ে চোট লাগে। ব্যক্তিগত ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তিনে নামা সাইফ হাসান ধাক্কা সামলে করেন ৩১ রান। প্রথম সেশনে বাংলাদেশের বিপদ বাড়ে এই ডানহাতি ব্যাটারের বিদায়ে। এর আগে ক্যারিবিয়ান স্পিনার কেভিন সিনক্লেয়ারের হাওয়ায় ভাসানো ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বল স্টাম্পে ঢেকে আনেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর সাইফ ফিরলে দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হায়ার লাল সবুজের প্রতিনিধিরা।

এরপর শাহাদত হোসেন দিপুকে নিয়ে অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৫০ রানের জুটি গড়েন। যদিও তিনি ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। আকিম জর্দানের নিচু লেন্থে আসা বলে পড়েন লেগ বিফোরের ফাঁদে। ৩৪ বলে খেলা তার ৩৭ রানের ইনিংসে সাজানো ছিল ৭ বাউন্ডারিতে। এরপর দিপুকে সঙ্গ দিতে আসেন উইকেটকিপার ব্যাটার হিসেবে ডাক পাওয়া ইরফান শুক্কুর।

দিপু-ইরফানের ব্যাটে ভালোভাবেই দিনের খেলা শেষের পথে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে অ্যান্ডারসন ফিলিপের লাফিয়ে উঠা বল বোঝার আগেই ক্যাচ হন ইরফান। তার ২১ রানের ইনিংস আসে ৩৩ বল থেকে। এরপর নাইম হাসানকে নিয়ে দিনের শেষটা করেন দিপু। নাইম অপরাজিত থাকেন ১২ রানে। ৭৭ বল খেলে ফেলা দিপুর সংগ্রহে ২৮ রান। দিনের খেলা সমাপ্ত ঘোষণার আগে ৪টি চারে এই ইনিংস সাজান তিনি।

উইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আকিম জর্দান ও কেভিন। স্কোর বোর্ডে ৫ উইকেটে ১৭৫ রান নিয়ে দিপু-নাইম নতুন দিনের খেলা শুরু করবেন। যদিও আজকের মতো আগামীকাল হানা দিতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here