আলোচনার পর সাকিব-লিটনকে আইপিএল খেলার ছাড়পত্র দেবে বিসিবি

0
47

নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর ঘনিয়ে এসেছে। আগামী ৩১ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। এবারের আসরে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ছাড়াও আছেন লিটন দাস।

এর মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে মুস্তাফিজকে পাওয়া গেলেও, আইপিএলের শুরু থেকে সাকিব ও লিটনকে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছিল। কেননা ১ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা।

আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও গুরুত্বপূর্ণ সদস্য লিটন দাসের খেলার সম্ভাবনা ছিল আইপিএলের শুরুতে একেবারে ক্ষীণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও দিয়েছিলেন কঠোর বার্তা। আগে দেশের খেলা তারপর অন্যকিছু বলেছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে আইপিএল খেলার ইস্যুতে সাকিব-লিটনের প্রতি নমনীয় দেখা গেছে বিসিবিকে। বোর্ড সভাপতি পাপন কিছুদিন আগে ইংল্যান্ড সিরিজ শেষে জানিয়েছিলেন, সাকিব-লিটনরা আনুষ্ঠানিকভাবে কিছু চায়নি তখন পর্যন্ত। যদি চিঠি দেয়, ভেবে দেখবেন। আইপিএলে শুরু থেকে খেলার ব্যাপারে বোর্ডকে সাম্প্রতিক সময়ে ইতিবাচক।

সাকিব এবং লিটন দুজনই আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে অনাপত্তিপত্র চেয়েছেন শুরু থেকে আইপিএল খেলার। ভিন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে অনাপত্তিপত্র প্রয়োজন হয়। আর সেই অনাপত্তিপত্রে এখন পর্যন্ত অনুমোদন দেয়নি বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের দিনে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে খেলার জন্য। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি।’

সাকিব-লিটনকে নিয়ে আলোচনা হলেও, মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা কম। কেননা টেস্ট দলে না থাকায়, শুরু থেকেই আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন এই কাটার মাস্টার। যদিও তারকাদের ভিড়ে শুরু থেকেই একাদশে সুযোগ পাবেন কিনা, সেই প্রশ্ন রয়েছে। সেই জায়গায় অবশ্য সাকিব-লিটনের একাদশে জায়গা পাওয়াটা বেশি সম্ভাবনাময়ী

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here