আল নাসেরে যোগ দিতে সৌদি আরবে রোনালদো

0
94

স্পোর্টস ডেস্কঃ সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই পর্তুগিজ তারকার নতুন ক্লাব আল নাসের তাঁকে প্রকাশ্যে আনবে।

সৌদির গণমাধ্যমের খবর, পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ীকে রোনালদোকে আল নাসেরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়বে! ক্লাবটির মুখপাত্র আল ওয়ালিদ এমনটাই মনে করছেন।

ইএসপিএন জানিয়েছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো। যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি। গত শুক্রবার আল–নাসরের দেওয়া বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিতবোধ করছি। সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল–নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’

নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। রোনালদোর চুক্তির পর তারা বলেছে, ‘রোনালদোর চুক্তি ইতিহাস তৈরির চেয়েও বেশি কিছু।’ সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আন্তর্জাতিক তারকাদের সঙ্গে চুক্তি করে ক্লাবের গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর থাকার কথা জানান।

গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা তারকাদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের ৪টি ক্লাবে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here