আল হিলালে চুক্তি করছেন মেসি, সৌদী গেছেন বাড়ি দেখতে!

0
421

স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনাকে মেসিকে ফেরানোর চেষ্টা করছে। তবে তা হয়তো হচ্ছে না। লিওনেল মেসি সৌদী আরবের ক্লাব আল হিলালের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছেন। আর সেজন্য সৌদীতে নিজের আবাসন সুবিধা দেখতেই তিনি গিয়ে ছিলেন। ফিফা এজেন্ট মার্কো কিরদেমির এমনটাই বলছেন।

দিরদেমি জানিয়েছেন, জুনেই মেসি প্যারিস ছাড়বেন। তবে বার্সায় তিনি ফিরবেন না। ৪০ কোটি ডলারের লোভনীয় অফারও লুফে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা। সৌদীর প্রো লিগের ক্লাব আল হিলাল তাকে এই বিপুল পারিশ্রমিকের অফার দিয়েছে।

পিএসজির সঙ্গে তার সম্পর্কের ছেদ হচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত। ক্লাবটির মালিক কাতারের ধনাঢ্য ব্যবসায়ি খেলাইফি। সৌদী-কাতারের সম্পর্ক ভালো নয়। যে কারণে সৌদী সফরে যাওয়ায় মেসিকে পিএসজির মালিক পক্ষ নিষিদ্ধ করেছে। ক্লাবটির কোচও ইতিমধ্যে জানিয়েছেন, মেসির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তার নয়।

ফিফা এজেন্ট মার্কো কিরদেমি জানিয়েছেন, যদিও বলা হচ্ছে সৌদীর পর্যটন মন্ত্রণালয়ের নিমন্ত্রণে মেসি গেছেন, আসলে সেটা নয়। এই তারকা সৌদীতের পরিবার নিয়ে গেছেন সেখানকার আবাসন সুযোগ-সুবিধা দেখতে। তার পরিবারের পছন্দ হলেই তিনি আল হিলালের সঙ্গেই চুক্তি করবেন।

আল হিলালের মালিক সৌদী ক্রাউন প্রিন্স সালমান। তিনিও চাচ্ছেন মেসিকেই। যার কারণে সেখানকার সুযোগ-সুবিধা দেখতে বিশ্বকাপ জয়ী এই তারকা সফরে গেছেন ক্লাবের আপত্তি থাকা স্বত্বেও।

আন্তর্জাতিক গণমাধ্যম গোলডটকমকে দেয়া সাক্ষাতকারে ফিফা এজেন্ট মার্কো কিরদেমি আরো জানান, সৌদী-কাতার বৈরিতার কারণেই মেসিকে নিষিদ্ধ করা হয়েছে। যদি তিনি অন্য কোনো দেশে যেতেন, তবে এই শাস্তি আসতো না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here