স্পোর্টস ডেস্ক:: ইনজুরির জন্য পিএসজির হয়ে ১১৯টি ম্যাচ মাঠে নামতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকা তাই সৌদীর প্রো লিগে বেতন খুব একটা বেশি পাবেন না। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের চেয়ে প্রায় দ্বিগুণ কম বেতনেই আল হিলালে আসতে রাজি হয়েছেন তিনি।
আল হিলাল দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে নেইমারের সাথে। প্রতি বছরে বেতন পাবেন ৮ কোটি ৬৪ লাখ পাউন্ড। আল নাসরে থাকা পর্তুগিজ রাজা ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি বছরে বেতন পান ১৭ কোটি ৭১ লাখ পাউন্ডের বেশি। এ মৌসুমেই রিয়াল ছেড়ে সৌদীতে যাওয়া করিম বেনজেমা বছরে বেতন পাবেন ১৭ কোটি ২৭ লাখ পাউন্ড।
ব্রাজিলিয়ান তারকার জন্য ট্রান্সফার ফিতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে আল হিলালকে। ট্রান্সফার ফি হিসেবে ৬ কোটি ৯১ লাখ পাউন্ড নেবে ফরাসি ক্লাবটি।
৩১ বছর বয়সী এই তারকা ফরাসি লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার। বছরে প্রায় ৫ কোটি পাউন্ডের মতো বেতন পেতেন তিনি। তার চেয়ে বেশি ছেলেন কেবল কিলিয়ান এমবাপে। ৬ কোটি ১৯ লাখ পাউন্ডে ফরাসি তারকাই ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ দামি ফুটবলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০