স্পোর্টস ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আল হিলাল। সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সৌদি আরবের ক্লাবটি। মঙ্গলবার রাতের ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন সেলিম আল দাউসারি। অন্য গোলটি আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তোর। অন্যদিকে ফ্লামেঙ্গোর হয়ে জোড়া গোল করেছেন পেদ্রো।
সেমিতে জিতে বোনাস পেলেন আল হিলালের ফুটবলাররা। দলের প্রত্যেক সদস্যকে ১০ লাখ রিয়াল বোনাস দেবেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরস্কার ঘোষণার আরো চমক দিয়েছেন তিনি। নতুন ঘোষণা দিয়ে তালাল জানিয়েছেন, ফাইনালে জিততে পারলে খেলোয়াড়দের একই উপহার দেবেন।
সৌদি ক্রীড়া চ্যানেল এসএসসি জানিয়েছে যে, সেমিতে জয়ের জন্য আল হিলালের সব খেলোয়াড় দেশটির ক্রীড়া মন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ রিয়াল করে উপহার পাবেন। শিরোপার লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে আল হিলাল। তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও আল আহলির লড়াইয়ের জয়ী দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০