আশা ছেড়ে দেওয়া তামিম জেতার ঘ্রাণ পান মুস্তাফিজে

0
41

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডকে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে হারায় বাংলাদেশ। দুর্দান্ত সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। একাদশে সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

৪ উইকেট নিয়ে ৪ বছর পর ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। শেষ স্পেলে বল হাতে নেওয়ার সময় দলকে জেতানোর বিশ্বাস ছিল কি না, এই প্রশ্নে আত্মবিশ্বাসী জবাব দেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমার তো এটা নরমালই। সবসময়ই তো করি!’

মূলত মুস্তাফিজের শেষ দিকে এসে উইকেট শিকারে জয়ের ঘ্রাণ পায় বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, দুই-একটা উইকেটেই ম্যাচের ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি।’

তামিম আরো বলেন, ‘আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা।

তামিম অবশ্য পুরো পেস বোলিং বিভাগকেই প্রশংসা ভাসিয়েছেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। পেস বোলাররা যারা তারা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। সে অনেক উন্নতি করেছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here