নিজস্ব প্রতিবেদকঃ আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। ঘরের মাঠে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ১৯১ রানের লক্ষ্য দিয়েও ক্যারিবিয়ানদের চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। তুলে নিয়েছিল ৭ উইকেট। তবে জয় পাওয়া হয়নি। এমন হারের পর কম রানের আক্ষেপই সঙ্গী হয়েছে টাইগারদের।
যদিও জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে উইন্ডিজের। বাংলাদেশের করা ১৯০ রান টপকাতে অতিথি দলকে খেলতে হয়েছে প্রায় ৫০ ওভার। ব্রেন্ডন কিংয়ের ৫৪ রানের ইনিংসের পর, দলটির অধিনায়ক জশুয়া ডা সিলভা ও আকিম জর্ডানের ব্যাটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে লড়াই করে জিতেছে উইন্ডিজ। জশুয়া ৪৭ ও আকিম ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম একাই শিকার করেন ৪ উইকেট। সাইফ হাসান লাভ করেন ২ উইকেট।
এই জয়ে ৩ ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের সিরিজে ১-০’তে লিড নিল ক্যারিবিয়ানরা। এর আগে গেল ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সেই ম্যাচ ড্র’তে নিষ্পত্তি হয়। এরপর সিলেট ক্রিকেট গ্রাউন্ড-২’এ ২৩ মে শুরু হয় সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ। সেই ম্যাচে এবার জয় নিয়ে এগিয়ে গেল উইন্ডিজ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা