আশা বাঁচাতে ২৩০ রান করতে হবে বাংলাদেশকে

0
16

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের। এমন সমীকরণে দাঁড়িয়ে শনিবার নেদারল্যান্ডস ম্যাচে আগে ফিল্ডিংয়ে নেমে তাদেরকে ২২৯ রানে আটকে দিয়েছেন টাইগার বোলাররা।

কলকাতায় টস জিতে আগে ব্যাট করতে মাঝারি পুঁজিতে থেমেছে ইনিংস নেদারল্যান্ডস। নির্ধারিত ওভারের আগে ২২৯ রানে অলআউট হয়েছে তারা। এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের বলে ফ্লিক করতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দেন বিক্রমজিত সিং। সাকিবের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩ রান।

পরের ওভারে আরেক ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বলে খোঁচা মারতে গিয়ে ধরা পড়েন ম্যাক্সও’ডাউড। প্রথম স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল নেদারল্যান্ডস। তবে ৪১ রান করে ওয়েসলি বারোসি ফেরায় ভাঙে ৫৯ রানের জুটি। মুস্তাফিজকে উড়িয়ে মারতি গিয়ে টপ এডজে বল সোজা ওপরে উঠে যায়, সহজ ক্যাচ নেন সাকিব।

উইকেটে এসে বেশ সতর্ক ছিলেন কলিন অ্যাকারম্যান। বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি। তবে সাকিবকে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। শর্ট-ফাইনলেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ৬৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল ডাচরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন এডওয়ার্ডস। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাস ডি লিড। তবে উইকেটে থিতু হয়ে ফিরেছেন তিনি।

তাসকিনের ব্যক অব লেন্থের বল কাট করতে গিয়ে উইকেট পেছনে ক্যাচ দিয়েছেন লিড। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান। স্কট এডওয়ার্ডস এক প্রান্ত আগলে রেখে খেলেছেন। তবে ৪৫তম ওভারে রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন। মুস্তাফিজের বলে মিরাজের হাতে ধরা পড়ার আগে ৬৮ রান করেছেন তিনি। শেষদিকে লগান ফন বেকের ১৬ বলে ২৩ রানের ইনিংসে ভর করে ২২৯ রানের পুঁজি পায় ডাচরা।

আগের পাঁচ ম্যাচে ছাঁয়া হয়ে থাকা বাংলাদেশ দলের তিন পেসার তাসকিন-মুস্তাফিজ-শরিফুল দুটি করে উইকেট নিয়েছেন। এর মধ্যে ১০ ওভারে ৩৬ রান দেওয়া মুস্তাফিজ কাটার-স্লোয়ারে ছিলেন দুর্দান্ত। তার এক ওভারে লিটন স্লিপে ও মুশফিক উইকেটের পেছনে ক্যাচ না ফেললে তার উইকেট যেমন বাড়তে পারতো তেমনি ডাচরাও গুঁটিয়ে যেত দ্রুত। দলের হয়ে স্পিনার শেখ মেহেদীও দুই উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here