স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জুনিয়র টাইগাররা ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে বড় জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল তারাই।
অপরদিকে এই হারে আসর থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে জিতলেও, দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে গেছে দলটি। যার ফলে এক জয়ের বিপরীতে ২ পয়েন্ট নামের পাশে তাদের। তবে আমিরাত বাংলাদেশের কাছে প্রথম হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে আর সবশেষ ম্যাচে জাপানকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে সেমির টিকিট কেটেছে। কোনো জয় না পাওয়া জাপান, টেবিলের তলানিতে চার নম্বরে থেকে শেষ করেছে।
লঙ্কানদের বিপক্ষে বল হাতে বাংলাদেশের দারুণ দলগত নৈপুণ্যের পর ব্যাট হাতে আশিকুর রহমান শিবলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। আশিকুর রহমানই হয়েছেন ম্যাচ সেরা। এই নিয়ে টানা তিন ম্যাচেই ম্যাচ সেরা হলেন। এর আগে প্রথম দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন।
দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ৩৭ রানের বেশি উদ্বোধনী জুটি টেকেনি দলটির। এরপর থেকে ছোট ছোট কিছু জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা।
আর তাই দুইশ’র আগেই থামতে হয়েছে তাদেরকে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা। এছাড়া ২৬ রান করেন বিশ্ব লাহিরু, আর ২৫ রান আসে সিনাত জয়াবর্ধনের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকী। এছাড়া মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট লাভ করেন।
২০০ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ডাক মেরে ফিরে যান টাইগার ওপেনার জিসান আলম। তবে দ্বিতীয় উইকেটে সেটি কাটিয়ে উঠে বাংলাদেশ। আশিকুর রহমান ৭৪ রানের জুটি গড়েন টপ অর্ডারে নামা মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে। ৩২ রান করা রিজওয়ান ফিরলে সেই জুটি ভাঙে।
এরপর আরিফুল ইসলামকে সাথে নিয়ে ৫৭ রানের, আহরার আমিনকে নিয়ে ৬০ রানের আরও দুটি জুটি গড়েন আশিকুর। এই দুটি জুটি জয়ের পথ সুগম করে দেয়। শেষ দিকে শিহাব জেমসের সাথে ৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৫৫ বল হাতে রেখেই দলকে একেবারে জয়ের বন্দরে নিয়ে যান আশিকুর।
আশিকুর নিজে পূরণ করেন সেঞ্চুরি। ১৩০ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২ রান করে অপরাজিত থাকেন শিহাব। এছাড়া আমিন ২৩ ও আরিফুল ১৮ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে গেরুকা সংকেত ২টি উইকেট নেন সর্বোচ্চ। বিশ্ব লাহিরু ও মালশা থারুপতি ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post