স্পোর্টস ডেস্কঃ পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার চন্ডীগড়ে আগে ব্যাট করে ১৯২ রান করে মুম্বাই। রান তাড়ায় ৫ বল বাকি থাকতে ১৮৩ রানে থামে পাঞ্জাব। ৯ রানের হয় পায় হার্দিক পান্ডিয়ার মুম্বাই। বিপরীতে টানা তৃতীয় হারের স্বাদ পেল পাঞ্জাব।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানে প্রভসিমরন সিং রানের খাতা খোলার আগে আউট হন। এরপর ১৪ রানের মধ্যে চার উইকেট হারায় পাঞ্জাব। স্যাম কারান ৬, রিলি রুশো ১ ও লিয়াম লিভিংস্টোন ১ রান করে সাজঘরে ফেরেন। দ্রুত একাধিক ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়া পাঞ্জাবের হাল ধরেন শশাঙ্ক সিং।
হারপ্রীত সিং ভাটিয়া ১৩ রান করেন। জিতেশ শর্মা ৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে আশুতোষ শর্মা উইকেটে এসে হাত খোলে খেলেন। শশাঙ্ক ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন। আশুতোষ মাত্র ২৩ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। হারপ্রীত ব্রার ২০ বলে ২১ রান করে আউট হন। মুম্বাইয়ের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও জেরাল্ড কোয়েটজে। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করা বুমরাহ জেতেন ম্যাচ সেরার পুরষ্কার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানেই ইশান কিষাণের উইকেট হারায় মুম্বাই। ৮ রান করে ফেরেন তিনি। সেখান থেকে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জুটি গড়েন। দলীয় ৯৯ রানে ফেরেন রোহিত। ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর সূর্যকুমার ও তিলক ভার্মা জুটি বেঁধে এগিয়ে নেন দলীয় সংগ্রহকে। সূর্যকুমার ফিফটি করে এগিয়ে যেতে থাকেন। তবে ১৪৮ রানের মাথায় ভাঙে এই জুটি। সূর্য ৫৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৮ রান করে ফেরেন। এরপর আরও চার উইকেট পড়লেও তিলককে আউট করা যায়নি। তিনি ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। তাতে মুম্বাইর রান ১৯২ পর্যন্ত যায়। বল হাতে পাঞ্জাবের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন স্যাম কারান। কাগিসু রাবাদা ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১টি উইকেট।
Discussion about this post