নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। সফরকারীদের অপেক্ষা বাড়িয়ে চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। তবে হারের চেয়ে বড় আলোচনায় টাইগারদের বাজে ব্যাটিং। যা স্বীকার করলেন বাংলাদেশের ব্যাটসম্যান মুমিনুল হক।
মুমিনুল হক বলেন, ‘হতে পারে অনেক দিন পরে টেস্ট খেলছি। আপনার কাছে এটা একটা অজুহাত হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার তো সমস্যা হয়নি? আমার সমস্যা হয়নি। কিন্তু যারা খেলছে, তারা বেশির ভাগ সাদা বলে খেলে আসছে। এটাই বাস্তব। জিনিসটা নেতিবাচক হতে পারে। কিন্তু নেতিবাচক হলেও কিন্তু অনেক সময় সত্য হয়।’
আজ দ্বিতীয় ইনিংসে মুমিনুল ৫০ রান করেছেন ৫৬ বল খেলে। একটু আক্রমণাত্মক খেলেছেন কি না এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় না যে আক্রমণাত্মক…কেননা সেকেন্ড ইনিংসে উইকেটটা ভালো ছিল। আমি চেয়েছিলাম শুধু আক্রমণাত্মক না, স্বাভাবিক ক্রিকেটটা খেলার। যদি শুধু ব্লক খেলি তাহলে বোলারদের একটা স্পেস তৈরি হয়ে যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post